নিজস্ব সংবাদাতা:  সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবি নিয়ে আগ্রহের পারদ উত্তরোত্তর চড়ছে। বাড়ছে চর্চা। ছবিতে চৈতন্যদেবের জীবন এবং তাঁর আনুষাঙ্গিক ঘটনাক্রমও থাকবে। তিনটি সময়কাল জুড়ে তিনটি গল্প বলা হবে এই ছবিতে। ছবিটির প্রযোজনায় রয়েছেন  রাণা সরকার এবং এসভিএফ। নাম ঘোষণার পরেও বারবার বদলেছে অভিনেতা-অভিনেত্রীরা। তবে শেষমেশ ছবিটির শুটিং শুরু হতে চলেছে। চৈতন্য মহাপ্রভুর চরিত্রে।  ছোটপর্দার‌ জনপ্রিয় অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে দেখা যাবে সেই চরিত্রে! সৃজিত জানিয়েছেন, বহুদিন ধরেই দিব্যজ্যোতি ওঁর ভাবনায় ছিল। তবে জানেন কি, দিব্যজ্যোতির আগে চৈতন্যর ভূমিকায় ছোটপর্দার পরিচিত মুখ রাহুল দেব বোস-কে ভেবেছিলেন সৃজিত? সেইমতো অভিনেতার সঙ্গে একপ্রস্থ প্রাথমিক কথাও সেরে ফেলেছিলেন সৃজিত।  তারপর কী এমন হল?

 

 

নেটফ্লিক্সের ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ সিরিজে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়ের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রাহুলকে।  বর্তমানে টলিপাড়ার পাশাপাশি বলিউডে মনোনিবেশ করেছেন তিনি। নীরজ পাণ্ডের সঙ্গে সেরে ফেলেছেন কয়েক প্রস্থ বৈঠক। সেসবের ফাঁকে আজকাল ডট ইন-কে রাহুল প্রথমে বলেন, “এই ছবির পরিকল্পনা তো বেশ কয়েক বছর আগে হয়েছিল। তখন ২০১৮-১৯ সাল। এটা তখনকার কথা। হ্যাঁ, একটা প্রাথমিক আলোচনা হয়েছিল।  তখন আমি সবে কয়েকটা ধারাবাহিকে অভিনয় করছি, নতুন মুখ-ই বলা যেতে পারে। সেই সময়ে সৃজিৎদা আমাকে বলেছিলেন, ‘মহাপ্রভুর ভূমিকায় তোমার কথা ভাবছি।’ এটুকুই...এর চেয়ে বেশি কিছু না। আর চৈতন্যর ভূমিকায় অভিনেতার লুক ও শারীরিক গঠন নিয়ে সৃজিতদার একটি পাকাপোক্ত ধারণা রয়েছে। এইমুহূর্তে সেই ভাবনার লুকের সঙ্গে আমি খাপ খাই না। তাছাড়া, ফের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ নিয়ে যখন তোড়জোড় শুরু হল, তখনও যে আমাকে ফের ডাকা হয়েছিল,এমনটাও কিন্তু নয়। ওই বছর কয়েক আগেই যতটুকু কথা হয়েছিল, ব্যস!”

 

 

সামান্য থেমে রাহুল ফের বললেন, “দিব্য, মানে দিব্যজ্যোতি কিন্তু আমার ছোট ভাইয়ের মতো। ওকে ভীষণ স্নেহ করি। আমার দৃঢ় বিশ্বাস, মহাপ্রভুর চরিত্রে ওকে খুব ভাল মানাবে, দর্শকের মন জয় করে নেবে ও। দিব্যর জন্য আমার আন্তরিক শুভেচ্ছা রইল।”